দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই প্রশাসন ভবন থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান উপাচার্যসহ বাকিরা।
এর আগে দুপুর ২টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী রাবি শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। এতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা ৭টার পর টিয়ারশেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পরে আবারো একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে তারা। তবে, খুব বেশি সময় পুলিশের সামনে দাড়াতে পারেনি তারা। রাত আটটায় এই প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাউকে দেখা যায়নি। সর্বশেষ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকেও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে ক্যাম্পাস পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনা গেজেট/কেডি