যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। পরে তাকে হেফাজতে নিয়েছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৮টা থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামের নিজ ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন পার্কে সাবেক এই সামরিক সচিব আত্মগোপন করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন।
শিক্ষার্থীরা বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের সাথে বিরুপ আচরণ করেন তারা। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান মিয়াজিকে আটক না করা পর্যন্ত ঘটনাস্থল না ছাড়ার দাবী জানান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, আত্মগোপনে থাকা সালাহউদ্দিন মিয়াজীকে আটকের দাবীতে পার্কে ছাত্র-জনতার উপস্থিতি জানতে পারি। মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে যৌথবাহিনী।
খুলনা গেজেট/এনএম