টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে পাঁচশ উইকেটের অভিজাত ক্লাবে জায়গা করে নিলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইজডেন ট্রফির সিরিজ নির্ধারণী টেস্টে এই কীর্তি গড়েন ব্রড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের তৃতীয় দিনেই ৪৯৯ উইকেট পেয়ে যান এই ইংলিশ পেসার। কিন্তু ৫০০ উইকেট পেতে অপেক্ষা করতে হয় বৃষ্টি বিঘ্নিত আরেকটি দিন।
অবশেষে পঞ্চম দিন সকালে উইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে প্যাভিলিয়নে ফিরিয়ে পাঁচশ উইকেটের চূড়ায় পৌঁছেন ব্রড। এই ইংলিশ পেসারের সতীর্থ জেমস অ্যান্ডারসনের পাঁচশতম উইকেটও ছিলেন ব্র্যাথওয়েট। ব্রড চতুর্থ পেসার এবং দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। টেস্টে ব্যক্তিগত পাঁচশ উইকেট পেতে ব্রডকে খেলতে হয়েছে ১৪০ টেস্ট।
খুলনা গেজেট/এএমআর