খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার

গেজেট ডেস্ক

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আগামী সোমবার। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সোমবার সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে কোভিড সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত।

গত বুধবার রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্ত্রিসভার বাকি সদস্যদের ওই দিন শপথ গ্রহণ হয়নি। বাকি মন্ত্রীদের আগামীকাল রোববার শপথ নেওয়ার কথা থাকলেও শপথ অনুষ্ঠান একদিন পেছানো হলো।

সোমবার শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। অন্যদিকে, এবার কোভিডের কারণে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান জাকজমকপূর্ণ হবে না বলে জানিয়েছে রাজভবন। আর কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান হবে। মমতার শপথ গ্রহণও কড়া কোভিড বিধি মানা হয়েছিল।

সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টা থেকে শুরু হবে বৈঠক। সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও জানানো হয়নি।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখ। উল্লেখ্য, গত ২ মে ঘোষিত ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!