খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

পশ্চিমবঙ্গ থেকে ‘দিল্লি অভিযান’ কর্মসূচি ঘোষণা

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

দিল্লির কৃষক আন্দোলনকে উজ্জীবিত করতে এবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অভিযান করা হবে বলে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হল। এই অভিযানে ছাত্র-যুব-মহিলা-কৃষক-শ্রমিক সবাই অংশগ্রহণ করবেন বলে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কার্তিক পাল জানান।

তিনি বলেন, বিজেপি সরকার অনেক প্রলোভন ও টালবাহানা করে দিল্লির আন্দোলনকে বানচাল করতে চেয়েছিল। কিন্তু তাদের কোনো কৌশল কাজে লাগেনি।বরং দিল্লিকে অনুসরণ করে সারা দেশে অন্ততপক্ষে চারশ’ স্থানে ধর্না-অবস্থান হচ্ছে কৃষি আইন বাতিলের দাবিতে। পাঞ্জাবের কৃষকদের উপর এন আই এ সমন জারি করেও কৃষকদের মনোবল ভাঙতে পারেনি বিজেপি সরকার।পশ্চিমবঙ্গ দিল্লি অভিযান করলে পৃর্ব ভারতের বিহার-ঝাড়খণ্ড-ওড়িশার কৃষকরাও সামিল হবেন। কৃষক-আন্দোলনের মাত্রা আরো বাড়বে।

এদিকে পশ্চিমবঙ্গে কৃষি আইন বাতিলের দাবিতে অন্তত ২৩ টি জেলাতেই বিক্ষোভ ও ধর্না অবস্থান করছে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি। বুধবার থেকে শুক্রবার অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত কলকাতার ধর্মতলার রানীরাসমণি রোডে টানা সমাবেশ হবে। সেখানে সতেরোটি বামপন্থী দল ও কংগ্রেস সামিল হবে। এছাড়া কৃষক-শ্রমিক-ছাত্র-যুব মহিলা-খেতমজুর সংগঠনগুলি সামিল হবে। ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন দেশপ্রেম ও বীরত্ব দিবস হিসাবে পালন করা হবে এবং তার নামে শপথ নিয়ে আন্দোলন আরো চাঙ্গা করা হবে। ২৬ জানুয়ারি কৃষক-খেতমজুররা সারা দেশে কিষাণ প্যারেড করবে লাঙল ও ট্রাক্টর সঙ্গে নিয়ে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!