চূড়ান্ত হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আজ শুক্রবার বিকেলে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা ভোটের দিন ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন আসাম, কেরালা, তামিলনাড়ু ও পদুচেরি রাজ্যে ভোটের দিনক্ষণ প্রকাশ করে নির্বাচন কমিশন।
একুশের বিধানসভায় পশ্চিমবঙ্গে মোট আট দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে আগামী ২৭ মার্চ। প্রথম দফায় ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এরপর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল ৩০টি আসনে। তৃতীয় দফার ভোট হবে ৬ এপ্রিল ৩১টি আসনে। চতুর্থ দফায় ভোট হবে ৯ এপ্রিল ৪৪টি আসনে। পঞ্চম দফায় ভোট হবে ১৭ এপ্রিল ৪৪টি আসনে। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল ৪৩টি আসনে। সপ্তম দফায় ভোট হবে ২৬ এপ্রিল ৩৬টি আসনে ও অষ্টম দফায় ভোট হবে ২৯ এপ্রিল ৩৫টি আসনে। প্রতিটি রাজ্যেই ফল ঘোষণা হবে ২ মে।
অন্যদিকে পদুচেরি রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে আগামী ৬ এপ্রিল। তামিলনাড়ু রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে ৬ এপ্রিল। কেরেলায় প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হবে ৬ এপ্রিল। আসামে ২৭ মার্চ থেকে তিন দফায় ভোটগ্রহণ শুরু হবে।
এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। এ রাজ্যে এবারের ভোটে দুজন বিশেষ পর্যবেক্ষকের ব্যবস্থা রেখেছে কমিশন। এ ছাড়া আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখার জন্য থাকবেন একজন আয়-ব্যয়ের পর্যবেক্ষক।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে পাঁচজনের বেশি প্রচার চালাতে পারবে না। সর্বোচ্চ পাঁচটি গাড়ির কনভয় প্রচারের ক্ষেত্রে যেতে পারবে। এবার অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। আর স্বশরীরের মনোনয়ন জমা দিতে গেলে প্রার্থীর সঙ্গে দুজন যেতে পারবেন।
পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ২৯৪টি আসনে। আসামে নির্বাচন হবে ১২৬টি আসনে। কেরালায় ১৪০টি আসনে, তামিলনাড়ুতে ২৩৪টি আসনে এবং পদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। সব মিলিয়ে মোট ৮২৪ আসনে নির্বাচন হবে।
প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, মোট দুই লাখ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে। এরমধ্যে এবার পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রের সংখ্যা দাড়িয়েছে এক লাখ এক হাজার ৯১৬টি।
খুলনা গেজেট/ টি আই