গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার প্রায় আড়াই গুণ বেড়ে পৌঁছে গেল ৩০ শতাংশের কাছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়তে বাড়তে পৌঁছে গেল ১৯ হাজারের কাছে।
শুক্রবারের তুলনায় কলকাতায় দৈনিক আক্রান্ত সামান্য কমলেও সাত হাজারের উপরেই রয়েছে। উত্তর ২৪ পরগনাতে আরও বাড়ল নতুন আক্রান্ত। এর পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। দেড় হাজার ছুঁই ছুঁই হাওড়ায়। ন’শোর কাছে পৌঁছে গিয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। নতুন সংক্রমণ হাজারের গণ্ডি পার করেছে পশ্চিম বর্ধমানে। পাল্লা দিয়ে রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যুও।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। কলকাতায় আক্রান্ত ৭ হাজার ৩৩৭ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮৬ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণ। ওই তিন জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন যথাক্রমে ১ হাজার ৪৮৩ জন, ৮৮১ জন এবং ৮৭৮ জন।
পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। পশ্চিম বর্ধমানে নতুন করে আক্রান্ত ১ হাজার ৬ জন। পূর্ব বর্ধমানে ৫২৩ জন। বীরভূমে প্রায় সাতশোর কাছে পৌঁছে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে সংক্রমণ বাড়লেও সামান্য কমেছে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙেও কমেছে দৈনিক আক্রান্ত। তবে অনেকটা বাড়ল মালদহ ও উত্তর দিনাজপুরে।
খুলনা গেজেট/ এস আই