খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পশ্চিমবঙ্গে মোদী-অমিতকে দিয়ে অর্ধ শতাধিক নির্বাচনী সভা করতে চায় বিজেপি

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী প্রচারে ব্রিগেড সমাবেশ করতে আসছেন। কিন্তু বিজেপির দলীয় সূত্রের যে খবর , তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার আট দফা ভোটে পঞ্চাশটিরও বেশি নির্বাচনী সভা করতে চায় পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য কমিটি মোদী ও শাহকে দিয়ে।
মোদীর একটা ভালো আকর্ষণ যেমন রয়েছে তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন ভালো সংগঠক। এই দুজনের নির্বাচনী সভাতে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল ভেঙে চুরমাচুর হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঠিক সেভাবেই পাখির চোখ করে অগ্রসর হচ্ছে বিজেপি।
তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবক্ষেকরা মনে করছেন, বাম- কংগ্রেস- আইএসএফের ব্রিগেড সমাবেশ তৃণমূল ও বিজেপি দুটো দলকেই চিন্তায় রেখেছে। আর তার জন্য বিজেপি মোদী- অমিতকে দিয়ে পঞ্চাশের বেশি নির্বাচনী সভা করে নিঃশ্বাস পেতে চাইছে। বিজেপি যে শ্রেণীভিত্তিক রাজনীতি করে পশ্চিমবঙ্গে অগ্রসর হচ্ছিল তাতে বাম-কংগ্রেস-আইএসফের ব্রিগেড সমাবেশের উপচেপড়া জনজোয়ার অনেক হিসাবকে পাল্টে দিয়েছে। বিজেপি তাই তার নির্বাচনী ঘুঁটিটা অন্যভাবে সাজাতে চাইছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে।
খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!