খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সঙ্কটজনক

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। সঙ্কটজনক অবস্থায় কলকাতার নিউ আলিপুরের উডল্যাণ্ড হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার প্রচণ্ড শ্বাস কষ্ট হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয়। তাকে বাইব্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তিন সদস্যের একটি মেডিক্যাল টিম তাকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করছেন।

চিকিৎসরা এদিন সাংবাদিকদের জানান, বুদ্ধদেব বাবুর শরীরে অক্সিজেন সেচুরেশনের মাত্রা-৯৫। কার্বনডাইঅক্সাইডের মাত্রা উঠানামা করছে। তার নিউমোনিয়া ধরা পড়েছে। হৃদযন্ত্রের পার্লস রেট ও রক্ত চাপ স্বাভাবিক। স্বস্তির বিষয় হল, তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসকরা যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিস্টার ধানকড় বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করেন। তাকে হাসপাতালে দেখতে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি চিকিৎসকদের সবধরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাসপাতালে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ডাক্তার সূর্যকান্ত মিশ্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!