খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজ ডুবি

মোংলা প্রতিনিধি

মোংলা পশুর নদীতে ৬০০ মেঃটন কয়লা নিয়ে এমভি নওমী নামের লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ৩ মার্চ) রাত১১টার দিকে বন্দরের বহির নঙ্গরে হারবারিয়া-৪ এ ঘটনাটি ঘটে।

লাইটার জাহাজ এমভি ‘নওমী’ হারবারিয়া- ৫ এ অবস্থানরত পানামা পতাকাবাহী জাহাজ MV JORDAENS থেকে ৬০০মেঃ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দোশ্যে রওনা হলে হারবারিয়া-৪ এট কাছাকাছি আসলে তলা ফেটে ডুবে যায়। লাইটার জাহাজে থাকা ১০ বাংলাদেশি নাবিককে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে।

জাহাজ ডুবির ফলে অন্য জাহাজ চলাচলে কোন ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপটেন মোঃ শাহাদাৎ হোসেন।

তিনি জানান, ডুবে জাওয়া জাহাজের স্থানে নিশানা টানিয়ে রাখা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে আগামি তিন দিনের ভিতর কাজ শুরুকরার জন্য নোর্টিশ করাহয়েছে এবং ১৫ দিনের ভিতর পুনরুদ্ধার করার জন্য বলা হয়েছে। এবং লাইটার জাহাজটি বর্তমানে নিরাপদে রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!