খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
  আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের সংবিধানকে ইচ্ছামতো কাটাছেঁড়া করে পতিত পলাতক স্বৈরাচার দলীয় সংবিধানে পরিণত করেছিল। গণতান্ত্রিক রাজনীতিতে খেতাবি কিংবা পুথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রির চর্চার মধ্য দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই, সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সুতরাং সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। নাগরিকরা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কার টেকসই হবে না।

শনিবার (২১ রমজান) খুলনা ক্লাবে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মানার্থে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। এমতাবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে- একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।

তিনি জাতীয়তাবাদী শক্তিকে জনগণের দৌড়গোড়ায় পৌছে দিতে নিজের ঐক্য বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরুজ্জামান মোর্তুজা, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নাসির উদ্দিন, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা এমদাদুল হক, ইসলামী শাসন আন্দোলন সভাপতি শেখ নাসির উদ্দিন, মুসলিম লীগের সাধারন সম্পাদক এডভোকেট আকতার জাহার রুকু, খুলনা মহানগর জামায়েত ইসলামীর এ্যাসিষ্টেন সেক্রেটারী এডভোকেট শাহআলম ও মিয়া গোলাম কুদ্দুস, কমান্ডার আবু জাফর, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাগপার সালাউদ্দিন মিঠু, বিজেপির সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সেন্টু, খেলাফত মজলিস মহানগর সাধারন সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের, মসুলিমলীগ এ্যাসিষ্টেন সেক্রেটারী জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, বিএফউইজে নেতা এহতেশামুল হক শাওন, খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, এড. আব্দুল মালেক, এড. আব্দুল আজিজ, এড. আকরাম হোসেন, কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান, ডা. নুরুল হক ফকির, জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক আহমেদ হামীম রাহাত, সংগঠক মিজান মুস্তাকিম ও রমজান শেখ, বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের সহ-আহবায়ক আল শাহরিয়ার, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, রফিকুল ইসলম শুকুর, জাতীয় নাগরিক পাটির সংগঠক আশিস হাসান রাতুল, এস এম রিয়াজুল হক, বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন জেলা শাখার মুখপাত্র মিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুল ইসলাম, জাতীয় নাগরিক পাটির সংগঠক আরিফুজ্জামান, ফারজানা জামান, তুহিন, মো. বাকী এবং বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ওলামা মাশায়েক, ক্রীড়া সংগঠক, কেসিসি কর্মকর্তা, চেম্বারের সাবেক পরিচালক, সাবেক কাউন্সিলরবৃন্দ, ব্যবসায়ী নেতা, মৃত. রাজনৈতিক পরিবার, অন্দোলনে নিহত ও আহতদের পরিবারসহ বিএনপির থানা, ওয়ার্ড, অঙ্গ সহগযোগী সংগঠনর নেতাকর্মিরা মাহফিলে উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!