পর দোষ আমরা যে ভালো করে দেখি
বুক ভরা দুঃখ নিয়ে এই ছড়া লেখি।
কার কোন দোষ আছে যারা খুব খোঁজে
ভালো কাজ কোনগুলো তারা নাহি বোঝে।
নিজে আগে ভালো হও বিজ্ঞদের বাণী
গীবতের খুব পাপ সবলোকে জানি।
পরদোষ বলে দিবে যার এই আশা
সমাজে পায়না সে কারো ভালোবাসা।
দোষ যারা খোঁজে শুধু এরা দুশমন
নিজ দোষ খোঁজবো এই হোক পন।
তোমার যে শত দোষ খুঁজে দেখো আগে
তবে কেনো পর দোষ মনে ভাই জাগে।
আগে নিজে ভালো হলে বিশ্বটা ভালো
পর দোষ বলে যারা সমাজের কালো।
আজ থেকে ওয়াদা হোক পর দোষ নয়
ভালো হয়ে চলব নেই কোনো ভয়।
লেখকঃ শিক্ষক, মোরেলগঞ্জ, বাগেরহাট।