কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামি ইস্রাফিল হুদা ওরফে জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার(২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিকেলে জয়কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। দীর্ঘ শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এদিকে, এ ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে আজ বিকেলে আদালতে সোপর্দ করার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এ পর্যন্ত এ মামলায় মূলহোতা আশিকসহ ছয়জন গ্রেপ্তার হয়েছে।
গত ২২ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরে অভিযুক্ত আশিকসহ তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
ওই নারীর অভিযোগের ভিত্তিতে হোটেলের ম্যানেজার ছোটনকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় এজাহারনামীয় চারজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারীর স্বামী।
এজাহারভুক্ত আসামিরা হলেন আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল হুদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন।