খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

পর্তুগাল কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী

ক্রীড়া প্রতিবেদক

পর্তুগালের বাঁচা-মরার ম্যাচ, ক্রিস্টিয়ানো রোনালদো নেই শুরুর একাদশে। রোনালদোকে ছাড়া দল সাজিয়ে কম তোপের মুখে পড়তে হয়নি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসকে। সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইউরোপের ব্রাজিল খ্যাত পর্তুগাল। রোনালদোর জায়গায় নামা তরুণ গনসালো রামোস করেন চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

সুইসদের নিয়ে ছেলেখেলা করেছে দল। কোয়ার্টার ফাইনালেও দলে পরিবর্তন আনতে চাননি সান্তোস। মাঠে নামান অপরিবর্তিত একাদশ। মরক্কোর বিপক্ষে ম্যাচে যথারীতি রোনালদো বেঞ্চে। প্রথমার্ধে গোল খেয়ে বসে পর্তুগাল। বিরতির পর ৫১ মিনিটে রোনালদোকে মাঠে নামিয়েও কাঙ্খিত গোলের দেখা পায়নি পর্তুগিজরা। হেরে গিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ যাত্রা।

পর্তুগিজ সুপারস্টারকে শুরুর একাদশে সুযোগ না পাওয়ায় কোচের দিকেই আঙুল তুললেন জর্জিনা। মেজাজ হারিয়ে পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের সমালোচনা করে জর্জিনা বলেন, রোনালদোকে দলের বাইরে রেখে সান্তোস পর্তুগাল দলকে ডুবিয়েছেন বলে অভিযোগ করেছেন জর্জিনা।

৩৮টি বসন্ত পার করে ফেলা ক্রিস্টিয়ানো রোনালদোকে আর কখনোই দেখা যাবে না গ্রেটেস্ট শো অন আর্থে। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো বিশ্বকাপ থেকে। ম্যাচ শেষে টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রুসিক্ত ছিলেন রোনালদো। পর্তুগালের লাল জার্সিতে সম্ভবত আর দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

রোনালদোর বান্ধবী জর্জিনা নিজের ইনস্টাগ্রামে লিখেন, তুমি (কোচ) বিশ্বের সেরা ফুটবলারকে এ ভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।

জর্জিনা আরও লিখেন, তোমার (রোনালদো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি অনেক সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

রোনালদোকে একাদশে না রাখায় অনুতপ্ত নন পর্তুগিজ কোচ

পর্তুগালের হারের চেয়ে বেশি কথা হচ্ছে রোনালদোকে নিয়ে সান্তোসের সিদ্ধান্ত নিয়ে। সেই বিষয়ে মুখ খুললেন ৬৮ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, “আমাকে সিদ্ধান্ত নিতে হয় দলের কথা ভেবে, আবেগ দিয়ে নয়। রোনালদো অবশ্যই দুর্দান্ত। তবে আগের ম্যাচের জয়ী একাদশটা ভাঙার কোনো কারণ দেখিনি। আমাকে কৌশলে এগোতে হতো।”

কোচের কৌশল হোক কিংবা অন্যকিছু, মরক্কোর বিপক্ষে ম্যাচেই শেষ হয়েছে রোনালদোর বিশ্বকাপ যাত্রা। যে রোনালদো ইস্পাত দৃঢ়, সেই তিনিও কেঁদেছেন। হয়তো ভবিতব্য জানেন বলেই।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!