মাদক মামলায় অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আজ মঙ্গলবার এ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য রেখেছে আদালত।
গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করে দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান শুনানি করেন।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এ ঘটনায় দায়েরকৃত বনানী থানার মামলায় পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে গত ১৫ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার্জশিট দাখিল করে সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে তিনি অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করা হতো।
গত ৫ জানুয়ারি মাদক মামলায় পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-১০। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য পহেলা ফেব্র‚য়ারি দিন ধার্য রয়েছে। বিশেষ জজ আদালতের এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি।