হাসপাতালে নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে। তারপর সোমবার (১২ জুন) রাতেই তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৩ জুন) বেলা পৌনে ১টার দিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি হাসপাতাল থেকে বাসায় এসেছি। ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুই জন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।
সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
খুলনা গেজেট/এনএম