পরীক্ষার জন্য ‘বঙ্গভ্যাক্স’ উৎপাদনের অনুমতি পেল গ্লোব বায়োটেক; ক্লিনিক্যাল ট্রায়াল এ মাসেই শুরু হতে পারে।
প্রাণিদেহে পরীক্ষামূলক প্রয়োগে সফলতা মেলার তিন মাস পর মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল গ্লোব বায়োটেক। আর দ্রুত অনুমোদন মিললে, মে-জুনের মধ্যেই বাজারজাত সম্ভব হবে বলে জানিয়েছে গ্লোব।
অ্যাস্ট্রাজেনিকার করোনাভাইরাসের টিকা ঠিক সময়ে পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকা এগিয়ে নেয়ার খবরটি এলো।
সেপ্টেম্বরে প্রাণিদেহে পরীক্ষামূলক প্রয়োগে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার মতই ফল পাওয়ার কথা জানিয়েছিল গ্লোব।
খুলনা গেজেট/এনএম