সাভার ও ধামরাই উপজেলার মাঝামাঝি দিয়ে বয়ে যাওয়া বংশী নদী দখল ও দূষণ বন্ধ করে দায়ীদের বিষয়ে প্রতিবেদন না দেওয়ায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এবং সাভারের সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বংশী নদী দখল ও দূষণ বন্ধ চেয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জনকে বিবাদী করে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাকির হোসেন।
সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বংশী নদী দখল ও দূষণ বন্ধ করে দায়ীদের বিষয়ে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
কিন্তু নির্দেশ বাস্তবায়ন করে নির্ধারিত সময়ে আদালতে প্রতিবেদন না দেওয়ায় হাইকোর্ট আজ আদালত অবমাননার রুল জারি করেন।
খুলনা গেজেট/ এস আই