খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্বামীকে মারপিটের অভিযোগ মেয়ের

নিজম্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলেকে বিয়ে করায় এক নারীর পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা তার বর্তমান স্বামী ও তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুলাই) সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে সংবাদ সম্মেলনে তালা উপজেলার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমার দাসের মেয়ে পপি রাণী দাস এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পপি রাণী দাস বলেন, ২০১৭ সালে পারিবারিকভাবে যশোর জেলার মহিতোষ বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর জানতে পারেন তার স্বামী শোভন বিশ্বাস মাদকাসক্ত। প্রায় নেশা করে তাকে মারপিটসহ নির্মমভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা-মাতাকে অবগত করলেও তারা ধৈর্য ধরতে বলেন। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ্বাসের কোন পরিবর্তন হয়নি, উল্টো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন। পরে শোভন বিশ্বাসের বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাকে তালাক দেন। এর কিছুদিন পর তালার তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের ছেলে উজ্জল কুমার দাশের সাথে তার সম্পর্ক তৈরি হয়।

পপি রাণী দাস আরও বলেন, উজ্জল কুমার দাশ আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। সে আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা দু’জন সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিয়ের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাশের বাড়িতে বসবাস করছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ। তারা কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, যেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে সেখানে পুনরায় ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আমার পরিবারের সদস্যরা জোর করে আমাকে মাদকাসক্ত শোভন বিশ্বাসের ঘরে ফের পাঠাতে চায়। আমি তাদের কথায় বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করে যাচ্ছে। তাদের কারণে আমার বর্তমান স্বামীর পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, আমি বর্তমান স্বামীর সাথে সুখে শান্তিতে আছি এবং তার সাথেই সংসার করতে চাই। আমি যেখানে থাকি যেন সুখে থাকি, এটাই আমার পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও তারা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর ফিরে যেতে চাই না।

তিনি বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে স্বামী উজ্জল কুমার দাশকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা গেজেটে’/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!