খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন,মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভিতর এমন ধারণা সৃষ্টি হয়েছে, পরিবহন সেক্টর থেকে পরিবহণ নেতারা প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে। এ তকমা থেকে বের হয়ে আসতে হবে। পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সকলকে শক্ত পদক্ষেপ নিতে হবে।

বুধবার (৯ জুলাই) সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১১১৪) আয়োজিত বিশেষ সাধারণ সভা এবং প্রয়াত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই-অগাস্ট’২৪ ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক সংগ্রামী ইতিহাস রচিত হয়েছে। উচ্চারিত হচ্ছে নতুন স্বাধীনতা শব্দটি। ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকেই কাজ করতে হবে।

প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  শফিকুল আলম তুহিন। মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বদরুল আণাম খান, জাকির ইকবাল বাপ্পি, কাজী মহিদুল ইসলাম প্রমূখ।

অসুস্থ নেতাদের শয্যা পাশে নেতৃবৃন্দ: খুলনা সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও ২৩নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আক্তার আহমেদ খসরু চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল অঅলম তুহিন। বুধবার (৯ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হামপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নেতাদের শয্যা পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। এসময় তারা চিকিৎসকের মাধ্যমে অসুস্থ নেতৃবৃন্দের চিকিৎসার খোঁজ-খবর নেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!