নেই পাঠ, পাঠশালা,
কি করি এ সারা বেলা।
কর্মহীন দিন শেষে,
ভয়ে হৃদ জড়িয়ে আসে।
দিন চলে কাল চলে
চলে শত ক্ষণ,
মহাকালের হাতছানি
স্তব্ধ স্পন্দন।
জড় মনে ক্লান্তি,
এ বিষ্ময় ক্রান্তি।
নিঠুর এ অতি মারি,
সহস্র আহাজারি।
শোনা ওই নীরে নীরে,
ক্রন্দন রোল পরে।
সারাটা জগৎ জুড়ে
লুকায়িত সশরীরে।
মেলা নেই প্রাণে প্রাণে,
নিথর এই অচেতনে।।
অবচেতন কিসে তা?
প্রকৃতির পাটে ঘা,
ঘাতে প্রায় মরামরি,
শুনেছিলে আহাজারি?
অহেতুক কর্তন,
যথা হেথা যপে মন।
তৃণ-পাহার কেটে সমানে,
বাড়িয়েছো ঋণ নিজ দর্শনে।
ভরে, কত চড়াই নালা?
শহর নগর গড়ে তোলা।
অভাবিত শিল্প কলে,
ধরা দাহে ভরে তুলে।
করেছিলে ভাবনা?
‘এদিন’ তো রবে না।
নহে তব এই প্রতি-
শোধ করি অতি অতি।
বিনা হেতু ভাবো কেনে,
করেছো পাপ জনে জনে।
থাকতে যে কালক্ষণ,
একালে তো দিবে মন।
মনঃতাপে ভাবনা অতি,
কেন তব এ পরিণতি।