হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহের আলামত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেই আলামত ও আঙুলের ছাপ কোন জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলেনি বলে পুলিশ জানিয়েছে। নগরীর শিপইয়ার্ডের সামনের রাস্তা থেকে আজ সকালে লাশ উদ্ধার হয়।
পিবিআই খুলনার ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, সংবাদ জানার পর ঘটনাস্থলে সিআইডি এবং পিবিআই উপস্থিত হয়। সিআইডি’র আঙ্গুলের ছাপ নেওয়া মেশিনটি নষ্ট থাকায় তারা কোন কার্যক্রম করতে পারেনি। আমাদের মেশিন ঠিক থাকায় আলামত সংগ্রহ করে ঢাকা হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় হাত পা বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, সকালে মরদেহ পাওয়ার পর থেকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তার পরিচয় শনাক্তে কাজ করেছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, লবণচরা থানার শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাক-চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময় তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন।
খুলনা গেজেট/এমএনএস