খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ সোমবার (৯ মে) অনুষ্ঠিত হয়েছে ।
খুলনা দলীয় কার্যালয়ে (শঙ্খ মার্কেট) বিকাল ৫টায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড কাজী বাদশা মিয়া, এম এম মুজিবুর রহমান, মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহমেদ, এম এ রিয়াজ কচি, খায়রুল আলম, অসিত বরন বিশ্বাস, জাহাঙ্গীর আলম মুকুল, শিউলি সরোয়ার, আজগর বিশ্বাস তারা, জামিল খান, নিশিত রঞ্জন মিস্ত্রি, মানিকুজ্জাান অশোক, শেখ মোঃ হানিফ, ইমদাদুল ইসলাম, জাকির হোসেন, অজিত বিশ্বাস, এ বি এম কামরুজ্জামান, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, শিউলি বিশ্বাস, মনোয়ারা খাতুন আসাদুর রহমান, তানভীর রহমান আকাশ, আতিকুজ্জামান তানভীর, নাজমুল চিশতী, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ কুমার মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, রুবেল, মাহমুদুল হাসান ইমন, আব্দুর রহমান রবি প্রমূখ।