পবিত্র শবে বরাত ও জুমার দিন একসঙ্গে হওয়ায় বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ এদিন জুমার নামাজ আদায়ের জন্য সমবেত হন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা আসতে থাকেন মসজিদ প্রাঙ্গনে। মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ চত্বর পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই মসজিদের বাইরের খোলা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এদিন জুমার নামাজের ইমামতি করান ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তিনি বলেন, শবে বরাত আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত লাভের বিশেষ এক রাত। আমরা সবাই যেন এই রাতের ফজিলত থেকে উপকৃত হতে পারি, সে জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি।
ঢাকা থেকে ষাট গম্বুজ মসজিদ কমপ্লেক্স ঘুরতে আসা রবিউল ইসলাম বলেন, শবে বরাতের মতো একটি পবিত্র দিনে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে নামাজ আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
খুলনা থেকে আসা তাসলিমা খাতুন বলেন, ষাট গম্বুজ মসজিদে এই প্রথম জুমার নামাজ আদায় করেছি, খুবই ভালো লেগেছে মসজিদে মহিলাদের জন্য নামাজ ব্যবস্থা আছে।
মুসল্লিদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মসজিদের আশপাশে টুরিস্ট পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল।
খুলনা গেজেট/ টিএ