পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করতে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’ সংগঠনের উদ্যেগে আগামীকাল সোমবার সকাল ১০ টায় নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। ডাকবাংলাস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে মূল নগরী, দৌলতপুর, খালিশপুর ও ফুলবাড়িগেট প্রদক্ষিণ করে আবার শিববাড়ি মোড় এসে শেষ হবে।
আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ জানিয়েছেন, এ সেতু একটি যুগান্তকারী পদক্ষেপ। শিল্পায়ন, কর্মসংস্থান, পণ্য পরিবহন, পর্যটন, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগ সহজতর এবং সময় সাশ্রয় হবে। এ অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে এ প্রকল্প বাস্তবায়নে আন্দোলন সংগ্রাম করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন : ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ শে জুন সকাল ১০ টায় শহীদ হাদিস পার্ক হতে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মোটরসাইকেল শোভাযাত্রায় একাত্মতা ঘোষণা জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, মহাসচিব মোঃ গোলাম মোস্তফা সজীব মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, মোঃ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মোঃ তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, মিরাজ আল সাদি, মোহাম্মদ হোসেন মুক্ত, মোঃ বাবু, ডাঃ অনুপ কুমার মিত্র, এ্যাডভোকেট কামাল, মোঃ জামাল হোসেন, আবুল কালাম আজাদ, এসকে নাজমুল হাসান, এম হাসিব গোলদার, এসহাক ফরীদি, আব্দুল্লাহ আল নোমান, মোঃ নজরুল ইসলাম, ডাক্তার শামিমুল ইসলাম, মোঃ কামাল হোসেন, শেখ আজিজুল ইসলাম, শেখ ওবায়দুল্লাহ প্রমুখ।
বিবৃতিতে খুলনাবাসীকে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট/ আ হ আ