খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার : সালাম মূর্শেদী

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশ যখন বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে স্থান করে নিয়েছে। ঠিক তখনই এদেশকে ধ্বংশ করার পায়তারা করছে একটি মহল। তারা পদ্মা সেতুর শুরুতেও নানাবিধ কুৎসা রটিয়ে ছিল। কিন্তু এখন পদ্মা সেতু দৃশ্যমান। অচিরেই হবে উদ্বোধন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

তিনি আরও বলেন,বিএনপিসহ ঐক্যজোটকে শক্ত হাতে দমন করতে হলে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে লক্ষ্য করে সকলকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে এবং নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের দক্ষতার সাথে কাজ করতে হবে। আওয়ামী যুবলীগকে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যায় নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের কঠিনতম দিনে যুবলীগ ছিল এদেশের নির্যাতিত মানুষের পক্ষে।

শুক্রবার বিকেলে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল। সভায় সভাপতিত্ব করেন নৈহাটী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বাদশা মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, ফ, ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, এমদাদুল ইসলাম, এস এম হাবীব, চঞ্চল মিত্র, সেলিম মোল্লা, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, দপ্তর সম্পাদক খান আসাদুজ্জামান রিয়াজ, প্রচার সম্পাদক জলিল তালুকদার, জেলা যুবলীগের সদস্য সৈয়দ নাসির হোসেন সজল, হারুন মোল্লা, ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, এমপির প্রধান সমন্বায়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!