আগামী ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে আগামী ২২ জুন নগরীতে বর্ণাঢ্য মটর শোভাযাত্রার আয়োজন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কর্মসূচি সফলে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জনপ্রিয় অনলাইন খুলনা গেজেট অফিসে শুভেচ্ছা বিনিময় করতে আসেন উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামী ২২ জুন খুলনায় মোটর শোভাযাত্রাসহ কর্মসূচি গ্রহণ করায় বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে খুলনা গেজেট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এসময় খুলনা গেজেটের বার্তা কক্ষে উপস্থিত ছিলেন খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, জাহিদুল সাগর, সাজ্জাদুল ইসলাম, মনিরুল ইসলাম, মো. একরামুল হোসেন লিপু, আকছাদুল হক আকাশ ও ইয়াসিন প্রমুখ।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজাম-উর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, প্রমিতি দফাদার, হাফিজুর রহমান হান্নান, আতিয়ার রহমান প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই