খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

পদ্মা সেতু : খুলনায় যুবলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সক্ষমতা ও যোগ্যতা বিশ্বকে জানান দিতে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর যুবলীগ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় দলীয় কার্যালয় চত্তর থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এসময় নেতৃবৃন্দ বলেন, “১৯৯৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার সময়ই পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারনে কাজ শুরু হতে দীর্ঘ সময় লেগে যায়। তার কারন আজ সারাদেশের জনগনের জানা। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরে পুনরায় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় এবং নিজ অর্থায়নে আজ পদ্মাসেতুর মূল কাঠামো আজ দৃশ্যমান”।



পরিচালনা করেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ। উপস্থিত ছিলেন নগর যুবলীগের নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, মুহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, কেএম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, মোস্তাঈন বিন ইদ্রিস চঞ্চল, মুক্তা সরদার, হাসান শেখ, শাহিন আলম, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মশিউর রহমান, বিপুল মজুমদার, যুবলীগ নেতা কাঞ্চন শিকদার, ইমরুল হাসান রিপন, বাদল সিপাহী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!