খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৫ জুন সকাল ১০টায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার সাতক্ষীরায় নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

কর্মসুচির মধ্যে রয়েছে সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হবে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক গিয়ে শেষ এই আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বীরমুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এলইডি স্কিনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের উপভোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আতশ বাজি প্রদর্শন। সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্বভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে ‘আমরাই পারি, আমরাই পারবো, কারণ আমাদের আছে স্বপ্নচারী নেত্রী শেখ হাসিনা’ এই শ্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৪ জুন) সাতক্ষীরার শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. জহুরুল হায়দার বাবুর উদ্যোগে এই আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শ্যামনগর উপজেলার জে.সি কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাজারের ব্যবসায়ীরা দোকানের সামনে দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতুর ছবি সম্মিলিত প্লাকার্ড উড়িয়ে আনন্দ শোভাযাত্রাকে স্বাগত জানান। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ উপজেলার সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

অপরদিকে আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি কামনা ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে শুক্রবার (২৪ জুন) বাদ জুম্মা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিশেষ দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়।

এউপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালিরা সবই পারে, বাংলাদেশ পারে।

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!