আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে সফল করতে খুলনায় আওয়ামী লীগ ব্যাপক প্রস্ততি নিচ্ছে। এ উপলক্ষে ১৬ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা নগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হবে। সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সকল সদস্য, মহানগরীর পাঁচ থানা, নয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, নির্বাচিত দলীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, মহানগরীর ৩৬ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও জেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর এবং জেলার সকল ইউনিয়নের নির্বাচিত দলীয় চেয়ারম্যানসহ মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে এসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
অন্যদিকে খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা মঙ্গলবার বেলা ২ টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।
সভায় সিদ্ধান্ত হয়, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে অধিক সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতে ১৬ জুন বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর ইউনাইটেড ক্লাবে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হবে। জেলার নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বা আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব বৃন্দদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
এছাড়া ২৫ জুন পর্যন্ত প্রতি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে স্থানীয়ভাবে ব্যক্তির ঊর্ধ্বে উঠে সংগঠনকে প্রাধান্য দিতে এবং পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে যাওয়া নেতাকর্মীদের উন্নয়নমূলক শ্লোগান সম্বলিত প্যানাতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি এবং শেখ হেলাল উদ্দিন এমপির (তার অনুমতিক্রমে) ছবি ব্যবহার ব্যতীত যেনতেন ভাবে সংগঠনের বাইরে নিজেকে জাহির করা হতে বিরত থাকতে বলা হয়েছে।
বর্ধিত সভায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএম মুজিবর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদকবৃন্দ আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলাম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ননী গোপাল মন্ডল, মোঃ আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, এস এম আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, কামাল উদ্দিন বাদশা, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্যা আকরাম হোসেন, কে এম আলমগীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, বিনয় কৃষ্ণ রায়, দিলিপ হালদার, শেখ কামরুল হাসান টিপু, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, মৃনাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রি, আশরাফুজ্জামান বাবুল, মোঃ মানিকুজ্জামান অশোক, বি এম জাফর, হোসনেয়ারা চম্পা, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. জেসমিন পারভীন জলি, এ্যাড. পলাশী মজুমদার, এ্যাড. মাহমুদা ফারজানা সেতু, সুমাইয়া সুলতানা লতা, শেখ মমতাজ শিরিন ময়না, মোঃ আসাদুজ্জামান কচি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
এদিকে আজ মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা সদর থানা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মনিরুল ইসলাম বাশার, এস এম আকিল উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এবিএম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, এ্যাড. এনামুল হক, এ্যাড. মো. ফারুক হোসেন, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, শেখ এশারুল হক, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, ফয়জুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সেলিম মুন্সি, আতাউর রহমান শিকদার রাজু, শাহ মো. জাকিউর রহমান জাকির, আউয়াল হোসেন ছোটন, খান কবির, শবনম মোস্তারি বকুল, রেখা খানম, রেজওয়ানা প্রধান, মোর্শেদা মলি, কোহিনুর বেগম, ফেরদৌসী আলম বকুল, জুঁই, সুপ্তি হাসান, পাখি, রোকেয়া রহমান, শিরীন আক্তার, নাসরিন সুলতানা, নাসরিন আক্তার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক করতে সদর থানা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর সমাবেশের সিদ্ধান্ত হয়।
খুলনা গেজেট/ আ হ আ