খুলনা, বাংলাদেশ | ২০ মাঘ, ১৪৩১ | ৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সংস্কার ছাড়া নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না: নাহিদ
  আজকে যারা সংস্কারের কথা বলছে, স্বৈরাচারের সময় তাদের কেউই সাহস করে এসব কথা বলেনি: তারেক রহমান

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে নিহত ২

গেজেট ডেস্ক

পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর একজনসহ মোট চারজন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর যান চলাচল আবার শুরু হয়।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মো. কাউসার ও মো. রাজু। তাদের বাড়ি শরীয়তপুরে। আহতদের মধ্যে আছেন পিকআপ চালক, এক নারী ও শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে পদ্মা সেতুর ১৪ নং পিলারের সামনে ঢাকাগামী একটি খালি একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ভ্যান উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয় আরও একজন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য প্রথমে ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিলো। জাজিরা প্রান্ত থেকে একটি রেকার আসার কারণে দুইপাশেই যান চলাচল বন্ধ করা হয়। আধাঘন্টা পর ফের যানচলাচল শুরু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!