অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন।রবিবার তারা রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে সরকার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দিলেন।
গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে আমিন উদ্দিনকে নিয়োগ দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়।
মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্র দেওয়ার আগে গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আইনজীবী এস এম মুনীর। মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গৃহীত হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াবে একজন। মুরাদ রেজা ২০০৯ সালের ২৭ মার্চ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মোমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ৪ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
খুলনা গেজেট/এনএম