দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট)সংস্থাটির চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র দাখিল করেন।
গত বছরের ২৫ জুলাই ডিএসইর এমডি পদে যোগদান করেন তারিক আমিন। ওই বছর ৪ জুলাই ডিএসইর পর্ষদ তাকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরপর ৫ জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।
প্রশাসন ও ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফিন্যানশিয়াল টেকনোলজি এবং আইটি খাতে দক্ষ ও অভিজ্ঞ তারিক আমিন ভূঁইয়া পেশাগত জীবনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান- এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশের গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি আইএনজি, সেন্ট জর্জ ও ওয়েস্ট পেক এবং গ্লোবাল পরামর্শক সংস্থা আইটি প্রতিষ্ঠান টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস এবং উদ্ভাবনী পরামর্শক সংস্থা অ্যাকসেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্র্যাক ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবং মোবাইল মানি ট্রান্সফার কম্পানি বিকাশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।