খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্র শেষ হয়নি : নিতাই রায়

গেজেট ডেস্ক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী স্বৈরাচার ও তাদের দেশী-বিদেশী দোসরদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ও দেশের জনগনের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগনের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মূল উদ্দেশ্য সফল ও স্বার্থক হবে।

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ২টায় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ সফলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে বিভাগীয় বিএনপি’র প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও স্বৈরাচারী হাসিনা সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করেছে। এদেশের মানুষ বিশ্বাস করে না বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন দুর্নীতি করতে পারে। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে চারিদিকে গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। ১৫ সেপ্টেম্বরের র‌্যালী সফল করতে খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন।

শুরুতেই স্বাগত বক্তৃতা করে সভার আলোচ্য বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রস্তুতি সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্তু কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবিয়া নাজমুল মুন্নি, ফরিদা ইয়াসমিন, খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক মো. আলী আহমেদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমজা হোসেন, খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহেনা ঈসা, যশোর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মাগুরার মো. মনোয়ার হোসেন খান প্রমুখ।

সভা থেকে ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) নগরীর শিববাড়ি মোড় জিয়াহল চত্ত্বরে জমায়েত, সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্নাঢ্য র‌্যালী শুরু করে যশোর রোড হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হবে বলে সিদ্ধান্ত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!