খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিস্তারিত কর্মসূচি

পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা বিএনপির অনশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

যথাযথ মর্যাদা এবং নানান কর্মসূচির মধ্যদিয়ে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে বিএনপি। দিবসটি পালনের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রস্ততি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন দলটির নেতৃবৃন্দ। একই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত একাধিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২২ মার্চ মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। সকাল ১১টায় পালিত হবে এ কর্মসূচি। এছাড়া ২৪ মার্চ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত মহানগর বিএনপি’র উদ্যোগে খুলনায় প্রতীকী অনশন পালিত হবে।

আগামী ২৬ মার্চ দিবসের প্রথম প্রহরে গল্লামারি বধ্যভূমিতে শহীদদের আত্মত্যাগের সম্মানে শ্রদ্ধার্র্ঘ নিবেদন করা হবে। বিকাল ৩টায় নগরীতে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। সকল কর্মসচি পালিত হবে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে।

এছাড়া আগামী ৩০ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘প্রতীকী অনশন’ সকাল ১০টা হতে দুপুর ৩ টা পর্যন্ত খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পালিত হবে।

সভা পরিচালনা করেন যৌথভাবে মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মো :মাসুদ পারভেজ বাবু, মেজবাউল আলম, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, ডাক্তার গাজী আবদুল হক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রেবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান, সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, কাজী মিজানুর রহমান, জি এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মনিরুজ্জামান লেলিন, নাজমুস সাকিব পিন্টু, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান আরিফ, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামাল উদ্দিন, রুম্মান আযম, মোঃ আব্দুল হালিম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, হাসনাত রিজভী মার্শাল, গাজী আফসার উদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, রাহাত আলী লাচ্চু, আনসার আলী, নাসির উদ্দিন খান, ইঞ্জিনিয়ার টিটু ভূঁইয়া, আব্দুস সালাম, হাবিবুর রহমান রিটু, আলমগীর হোসেন, শেখ আবুল বাশার, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন দিদার, তারিকুল ইসলাম তারিক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরি নেওয়াজ চন্দন, মোহাম্মদ জাহিদ হোসেন, শামসুল বারি পান্না, মিজানুর রহমান মিলটন, মাহমুদ জাহিদ আল কাদির, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মজিবর রহমান, চৌধুরী কাওসার আলী, মোল্লা সাইফুর রহমান, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, ইবাদুল হক রুবায়েদ, খান ইসমাইল, শেখ হেমায়েত হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!