পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি বিদ্যালয়ে হঠাৎ বজ্রপাতে এক শিক্ষকসহ ১৪ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান বলেন, ‘ইংরেজি শিক্ষক সুজিত বিশ্বাস ষষ্ঠ শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চমকায় এবং ওই শ্রেণীকক্ষের জানালার পাশে বজ্রপাত পড়ে। এ সময় ওই শিক্ষক ও ১২ জন ছাত্রী আহত হন। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।’
ওই শ্রেণীকক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীও আহত হয়েছে বলে জানান তিনি।
প্রধান শিক্ষক জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। ইউএনওর নির্দেশে স্কুলে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসক পাঠানো হয়।
রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের কমিউনিটি অফিসার রেজাউল করিম, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে স্কুলে গিয়ে শিক্ষকসহ আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থীকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।’
খুলনা গেজেট/ টিএ