পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী চুড়ান্ত করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০ টি পৌরসভায় ‘মেয়র’ পদে ও ৩ টি উপজেলা পরিষদ ‘চেয়ারম্যান’ পদে এবং ১টি ইউনিয়ন পরিষদ ‘চেয়ারম্যান’ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। রোববার চুড়ান্ত প্রার্থীদের দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে।
চুড়ান্ত প্রার্থী যারা-
রংপুর হারাগাছায় মোঃ মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে মোঃ শামছুল হক, বগুড়ায় মোঃ রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোসাঃ মাসউদা অফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটায় মোঃ জাকিরুল ইসলাম, রাজশাহীর দূর্গাপূরে মোঃ জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে মোঃ আমিরুল ইসলাম খান, ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, যশোর সদরে মোঃ মারুফুল ইসলাম, ভোলা সদরে হারুন অর রশিদ (টুম্যান), ভোলা চরফ্যাশনে মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুর দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, জামালপুর ইসলামপুরে মোঃ রেজাউল করিম ঢালী, জামালপুর মাদারগঞ্জে মোঃ আব্দুল গফুর, জামালপুর সদরে শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ নান্দাইলে এ, এফ, এম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জ ভৈরবে মোঃ শাহীন, মানিকগঞ্জ সিংগাইরে মোঃ খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুর শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুর সদরে মোঃ জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে মোঃ এনামুল হক সেলিম, চাঁদপুর মতলবে এনামুল হক বাদল, চাঁদপুর শাহরাস্তিতে মোঃ ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্ণীপুরের রায়পুরে এ, বি, এম, জিলানী, চট্টগ্রাম মীরসরাইয়ে নুর মোহাম্মদ, চট্টগ্রাম বারইয়ারহাটায় দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম রাউজানে মোঃ আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় মোঃ হেলাল উদ্দিন শাহ, নীলফামারী সৈয়দপুরে মোঃ শওকত চৌধুরী
৩টি উপজেলায় চুড়ান্ত প্রার্থীরা হলেন-
রাজশাহী পবায় মোঃ মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহ শৈলকুপায় মোঃ হুমায়ুন বাবর, ফরিদপুর মধুখালীতে মোঃ গোলাম মনসুর (নান্নু)। এছাড়া পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
খুলনা গেজেট/কেএম