খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়, সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

গেজেট ডেস্ক

আগামীকাল মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সামনে আসছেন বিএনপি’র নেতাকর্মীরা। বাড়ছে নেতাকর্মীদের ভিড়। দলের নেতাকর্মীরা আশা করছেন, শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেয়া হবে। সেজন্য সারাদেশ থেকে ঢাকায় আসা দলটির নেতাকর্মীরা পরিস্থিতি দেখতে একদিন আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জড়ো হতে শুরু করেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেই এই ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। বিকাল সাড়ে ৩টার দিকে এই কার্যক্রম শুরু করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের একজন কর্মীরা বলেছেন, পুরো সড়কে ৬০টি ক্যামেরা বসানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য মেলেনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে মহাসমাবেশের এখন পর্যন্ত কোনো অনুমতি না পেলেও নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গিয়েছে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পাশাপাশি তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানেও নয়াপল্টন মুখরিত করেন তুলেন।

এদিকে মহাসমাবেশকে ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!