সরকারের ন্যায্যমূল্যে ধানক্রয় কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় কৃষকদের নিকট থেকে ধানক্রয় করার লক্ষে কৃষক মোবাইল অ্যাপ এর মাধ্যমে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার (০৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই লাটারি অনুষ্ঠিত হয় এবং জেলা খাদ্য গুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। লটারিতে নির্বাচিত এসব কৃষকদের নিকট হতে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করবে সরকার। এছাড়া ৪০ টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এ মৌসুমে সদর উপজেলায় মোবাইল অ্যাপস’র মাধ্যমে ৩০৭৫ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত ক্ষুদ্র কৃষক ১৬৭২ জন, তাদের নিকট হতে ১ টন করে, মাঝারি কৃষক ৪০৮ জন তাদের নিকট হতে ২ টন করে জন এবং বড় কৃষক ১৪৫ জন তাদের নিকট হতে ৩ টন করে ধান ক্রয় করা হবে। এছাড়া লোহাগড়া উপজেলায় ১৩৮৭ মেঃটন ও কালিয়া উপজেলায় ২৪৯৫ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সাংসদ মাশরাফির পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল বিশ্বাস, জেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, কৃষক প্রতিনিধি মোঃ লিটুসহ প্রমুৃখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপ এর মাধ্যমে ক্রয় বিক্রয়ের সকল প্রক্রিয়া মোবাইল ফোনে এস এম এস’র মাধ্যমে সম্পন্ন হবে। এতে এক দিকে যেমন সময় বাঁচবে অন্য দিকে চাষীরা হয়রানি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব থেকে রেহাই পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কোথাও কোন অনিয়ম দেখা দিলে, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ করা হবে।
খুলনা গেজেট/কেএম