১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার দামাল সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ,নড়াইলের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের গনকবর, পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভুমি ও স্বাধীনতা স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয় ও শহীদদের স্মরনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আয়োজনে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এস,এ,মতিন, সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।