নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল পৌরসভার আয়োজনে ভেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। সকালে নড়াইল পৌরসভার উদ্যোগে নড়াইল পুলিশ লাইন্স এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোঃ মাহ্বুব আলমসহ পৌরসভার কাউন্সিলর,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, মশার বংশবিস্তার প্রবন এলাকায় মশক নিধন স্প্রেসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল পৌরসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবছর মশক নিধন অভিযান পুলিশ লাইন এলাকা থেকে শুরু হলো। পুলিশ সব সময় মশক নিধন অভিযানে সাথে থাকবে, সহযোগিতা প্রদান করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। সকল সরকারি বেসরকারি দপ্তর ও সকলের বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ অন্যকে সচেতন রাখতে কাজ করতে হবে।
খুলনা গেজেট/ টি আই