নড়াইলে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ৫০.৭৪%।
এদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ৩০ জন এবং লোহাগড়া উপজেলায় ৪ জন। গতকাল ১২ জুন ৩৮ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১১ জুন রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে নড়াইল পৌরসভা ও নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন, সিংঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকায় ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
পরবর্তীতে ১২ জুন বিকালে অপর এক বিজ্ঞপ্তিতে নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা, আলাদাতপুর ও মহিষখোলা এলাকা এবং কলোড়া ইউনিয়নের গোবরা বাজারের পুরো এলাকা ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে।
এদিকে সংক্রমণের উর্ধগতি থাকায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমান আদালত ও জেলা পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২০৪৮ জনের। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।
নড়াইলের সিভিল সার্জন নাছিমা আকতার নড়াইলে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘গত ১ থেকে ৭ জুন অর্থাৎ প্রথম সপ্তাহে যে হারে করোনা ছিলো, দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৮ জুন থেকে বর্তমান পর্যন্ত সেই সংক্রমণ দ্বিগুন হয়েছে। এখন এই পর্যায় থেকে উত্তোরনের উপায় মানুষকে আরো বেশী সচেতন হওয়া এবং আমাদের জেলায় যে করোনা নিয়ন্ত্রণ কমিটি আছে, আমরা পর্যালোচনা করে চলমান লকডাউন সর্বাত্মক দেওয়ার বিষয়টি আলোচনা করছি। করোনা চিকিৎসায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’
খুলনা গেজেট/ এস আই