নড়াইলে ৩১ তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চারদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) সিরাজুল ইসলাম বীরপ্রতিক।
১৬ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী চারদিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল জেলাসহ দেশের ১২টি জেলা ও দল অংশগ্রহণ করছে। লীগভিত্তিক এই খেলায় ১৯ ফেব্রুয়ারী ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এমন একটি জাতীয় খেলা আয়োজন হওয়ায় খেলোয়ারসহ ক্রীড়াপ্রেমীরা সন্তষ্টী জানিয়েছেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডোরেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জেলা পর্যায়ে কেন এই ধরনের আয়োজন এই প্রসঙ্গে বলেন, ঢাকার বাইরে খেলা আয়োজন করতে হলে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। স্থানীয় দলাদলি, খেলোয়াড়দের নিরাপত্তা, সব কিছু বিবেচনা করেই খেলার আয়োজন করতে হয়। এই মাধ্যমে খেলোযাড়দেও উৎসাহ উদ্দীপনা বাড়ে এবং খেলায় প্রতি আগ্রহ বাড়ে।
এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও নড়াইল জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহম্মেদ, সহবিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি