সারাদেশের মত নড়াইলে লকডাউন শিথিলের ২য় দিনেও মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। রাস্তা, বাজার সর্বত্র মানুষের চলাচল বেড়েছে, জামাকাপড়ের দোকান, কাঁচাবাজারসহ মাছ বাজারে মানুষের ভিড় দেখা গেছে। নড়াইলের অভ্যন্তরীণ রুটসহ সকল রুটেই বাস চলাচল করছে। তবে স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না।
নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪৩ টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.০৬%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ১৩ জন, লোহাগড়া উপজেলায় ১৮ জন ও কালিয়া উপজেলায় ১২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৬৬৩ জনের, সুস্থ হয়েছে ২ হাজার ৫৮৭ জন। নতুন ৩ জনের মৃত্যুসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৭৫ জন।
মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২ জনসহ ৩৮ জন, লোহাগড়া উপজেলায় ২১ জন ও কালিয়া উপজেলায়ন নতুন একজনসহ ১৬ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ২০ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও কালিয়ায় ৬ জনসহ মোট ২৯ জন চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/এনএম