খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

নড়াইলে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২০, মৃত্যু ১

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলে গত ২৪ ঘন্টায় ৬১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.২%। এছাড়া করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রথম মৃত্যু দেখা গেছে।

এর আগে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর করোনায় সর্বশেষ মৃত্যু হয়েছিল, প্রায় ৬ মাস পর ২ ফেব্রুয়ারি (বুধবার) নড়াইল সদর হাসপাতালে পৌরসভা এলাকার ৭৩ বছর বয়সী মোঃ শাহাজাহান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১২২ জন। মোট রোগীর সংখ্যা ৫২৯২ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৯৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫ জন।

এছাড়া করোনা ভাইরাস সচেতনতায় জেলা প্রশাসনের আয়োজনে ভ্রাম্যমাণ মাইকে সতর্কতামূলক প্রচারনামূলক ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৮ জন ও কালিয়া উপজেলায় ২ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!