নড়াইলে“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২০” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডেও প্রয়াত মেয়র জাহ্ঙ্গাীর বিশ্বাসের বাড়িতে অবস্থিত টিকাদান কেন্দ্রে এ কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন। এসময় নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (ডিজিস কন্টোল) ডাঃ সৈয়দ শফিক তমাল, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, ইপিআই কর্মকর্তা হারাধন বিশ্বাসসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১২ ডিসেম্বর-২০২০ শুরু হওয়া এ ক্যাম্পেইন ২৪ জানুয়ারি-২০২১ পর্যন্ত চলবে। জেলায় ১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী জেলায় মোট ১লক্ষ ৬০ হাজার ১শত ২২ জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। কোন কোন কেন্দ্রে কবে কখন টিকা দেয়া হবে তা মাইকিং, স্থানীয় মসজিদে খুদবারসহ বিভিন্ন মাধ্যমে সময় জানিয়ে দেয়া হবে।
খুলনা গেজেট /এমএম