নড়াইলে প্রাইভেটকার দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইটসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইলের নড়াগাতী থানার সীবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান এর ছোট ভাই ৬নং খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান রাসেল সুইট (৫০) ও তাঁর সঙ্গী বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের কর্মচারী মোঃ শওকত সর্দার (৬০)। অপর সঙ্গী শিক্ষক অলিয়ার রহমান (৫২) প্রাণে বেঁচে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খান রাসেল সুইটসহ ৩ জন কালিয়া উপজেলা শহর থেকে নিজের প্রাইভেট কারযোগে গ্রামের বাড়ি বড়দিয়া আসছিলেন। চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গাড়িটি রাস্তার পাশের গর্তে ডুবে যায়।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বাদ জোহর নিহতদের নামাজে জানাজার পর দাফন করা হবে। ঘটনার পর কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও নড়াগাতি থানার ওসি মোছাঃ রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম