নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কোরাআন খতম, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল পৌরসভা, জেলা ক্রিড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়। পরে এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ,মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।