নড়াইলের কালিয়ায় শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার খড়রিয়ার পোল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। আহত শিক্ষক আসলাম হোসেন উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আয়নাল হক মোল্যার ছেলে। খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক তিনি। নড়াইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খড়রিয়ার পোল বাজারের উত্তর পাশের মধুর চায়ের দোকান থেকে বাজার করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে হাতুড়ি, লাঠি দিয়ে পেটাতে থাকে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত সাহা বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ এসজেড