করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলমান কঠোর লকডাউনের ৩য় দিন। নড়াইলে অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, সেনা বাহিনী, বিজিবির টহলসহ বিভিন্ন গুরুত্বপুর্ণস্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে। যারা ঘরের বাইরে বের হলেই কারণ জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের জরিমানা করা হচ্ছে, বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।
নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ২৬ টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৫৩% । শুক্রবার শনাক্তের হার ছিলো ৩০.৪৮%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২ জন ও কালিয়া উপজেলায় ১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২৮৩৮ জন, সুস্থ হয়েছে ২০৯২ জন। লোহাগড়া উপজেলায় নতুন ২ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫০ জন।
মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন, লোহাগড়া উপজেলায় ১৭ জন ও কালিয়া উপজেলায় ১৪ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৩৪ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন সহ মোট ৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে করোনা সংক্রমণ রোধে রাষ্ট্রীয় সিদ্ধান্তের পাশাপাশি নড়াইলে স্থানীয় জেলা প্রশাসন (১ জুলাই থেকে ৭ জুলাই) ৭ দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। লকডাউন এলাকায় সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচা বাজার খোলা রাখা হয়েছে। এছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, সকল প্রকার যানবাহন, আন্তঃজেলা ও দুরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে (১২-১৯) জুন পর্যন্ত নড়াইল পৌরসভা ও ৩ টি ইউনিয়নে এক সপ্তাহ ও ১৯ জুন সমগ্র নড়াইল জেলায় ৭ দিন ও ২৭ জুন ৩ দিনের লকডাউনের ঘোষনা করা হয়।
খুলনা গেজেট/এনএম